চিলের আহত জবান (অণু)
===========================@@@

চিলের জবান রোজ না পেয়ে আবাস
শূন্যেই মিলিয়ে যায় ক্ষয়ে ক্ষয়ে দীর্ঘশ্বাস ছাড়ি,
যখন হিঙ্গুল মেঘ বাঁঁধে উঁচে ভেলা
ব্যাকুলে নীচেই তার বেনোজল করে আহাজারি।

===========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৪/০৫/২০২৪ইং।




@বোরহানুল ইসলাম লিটন