টুকরো কথা -৬৪ (আগুন ও কবিতা)
============================@@@
বস্তুগত ঘর্ষণ থেকে সৃষ্ট আগুন বনে লাগলেও
ওই বনটুকুই করে আলোকিত
কিংবা আরেকটু বেশি
আর তা ক্ষয়-ক্ষতির বিনিময়ে ক্ষণিকের জন্য নিশ্চয়।
নিঃসঙ্গতা ও বিরহের ঘর্ষণ থেকে সৃষ্ট কবিতা
অন্তরে বা নির্দিষ্ট গণ্ডিতে কি থাকে সীমাবদ্ধ?
কল্যাণের তরে শাশ্বত হয়ে ছড়িয়ে পড়ে সর্বব্যাপী,
..
..
..
..
যদি সে ঘর্ষণ লাগে তদনুরূপ তিমিরে -
যেখানে কোন ভাগ্যাহত ডাহুকের সমব্যথী হতে
আশমানই আসে নেমে -
শুধু ধরণীর পায়ে পরিয়ে দিতে চুপিসারে,
সাম্যবাদী এক রূপালী ঘুঙুর।
============================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
৩০/১২/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন