অদ্ভুত জবাব!
=======================@@@
ডাক দিয়ে এক দুষ্টু বানর
ব্যঙ্গ সুরে কয়,
ও হাতি ভাই কোথায় চলো
মগজ করে ক্ষয়?
জানায় হাতি ভাবিস কি তুই
দন্তে বেঁধে খড়,
খোঁজ করি আজ ঘুমের তরে
খেঁকশিয়ালের ঘর!
=======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০১/১০/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন