আধারে আধারে
=========================@@@

পৃথিবীটা যদি হয় চক্ষুহীন
উদিত হবে না ফের সূর্য পুবাকাশে।

বৃক্ষরাজির মমতা মাখা ডাক
বাধ্য করে -
মেঘকে বৃষ্টি হয়ে নামতে তপ্ততলে।

যারা বলে হারিয়ে যায় সময়
একবার কি ভেবে দেখেছে -
কার অঙ্গ-প্রত্যঙ্গ বহন করে সভ্যতার তনু!

এমনই গাঁথুনি চির বর্ধমান শৃঙ্খলের
যে আধারে আশ্রয় পায়নি -
ক্ষণিকের জন্যও কোন মধ্যপদলোপী কর্মধারয়।

আকাশ থেকে ছিটকে পড়া নক্ষত্রকে
অবজ্ঞা করার আগে
একটু কি তালাশ উচিত নয় -
কে সেদিন দিয়েছিলো পৃথিবীকে
রক্তস্নাত অনিন্দ্য কুসুম!

=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২২/০৫/২০২৪ইং।





@বোরহানুল ইসলাম লিটন