আছেই কিছু ত্রুটি! (লিমেরিক)
===========================@@@
’কই যে গেলো বাক্য দিয়ে ঝাঁকড়া কেশী হোলা’
করবে বিচার কও হে রাজন! শোলকে শুধায় মলা।
গর্জে শুনে পুঁটি
আছেই কিছু ত্রুটি
এমনি কি রে গল ছেড়ে গায় চ্যাংড়া টাকির পোলা!
===========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৬/০৮/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন