এ মনে গভীর রাত!
===========================@@@

পেলেই গো-গ্রাসে খেতে ফুটফুটে আশ
বুকের গহীনে যেচে সর্বগ্রাসী সাহারার খরা,
এ মনে গভীর রাত শ্বাপদের মতো
ধারালো কদম ফেলে চন্দ্রহীনে করে নড়াচড়া।

থর থর কম্পমান মৃত্তিকার হাড়
যমের দুয়ারে চেলে দু’গুটি পাশার।

কোথায় পড়েছে বাঁধা সপ্তর্ষির পণ?
নিজেরে পায় কি খুঁজে ক্ষণকাল ওরা! -
ফারাক পেয়েছে মাঝে হয়তো বা যোজনে যোজন।

সুদূরে হারায় যদি জোনাকিরও জ্যোতি,
লোহার শিকলে গেঁথে যায় কি গো রাখা
মর্গের গুমোট শ্বাস চেষ্টাতেও বলো লীলাবতী!

এহেন ভুবন তুমি দেখোইনি বলো!
যেখানে সূর্যের আলো রচেই না চলমান বেলা,
দজ্জাল আঁধার হয়ে সাগরের জল
পোয়াতি অম্বুদ গড়ে মথে মথে লহরির ঢেলা।

===========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০২/০২/২০২৪ইং।




@বোরহানুল ইসলাম লিটন