আমি বঙ্গের।
আমি রূপসী বাঙলা'র রূপ বৈচিত্রের মায়া'য়
গর্বিত হয়ে বেড়ে ওঠা এক বাঙালী।
আমি ভিটেমাটি হারা হৃৎ-সররবস্ব কাঙালী।
আমি জিয়া-মুজিবে'র সোনার বাঙলার
স্বপ্নে বিভোর থেকে বেড়ে ওঠা শিক্ষিত এক যুবক।
আমি বঙ্গের।
আমি বাঙালী।
আমি প্রাশ্চাত্যের কারী-কারী
অর্থের কাছে বেচে যাওয়া মস্তিষ্ক।
আমি বঙ্গের।
আমি বাঙালী।
আমি নষ্ট পলিটিক্স আর
করাপশনের যাতা'কলে পিষ্ট।
আমি বঙ্গের।
আমি বাঙালী।
আমি ক্ষুধার্তের ক্ষুধাতুর আর্তনাদ।
আমি ধর্ষিতা'র নি'রব চিৎকারের
নির্বাক শ্রোতা।
আমি অলস।
আমি দায়সার।
আমি'ই ইনফেরিয়র কিছু লোকেদের
সংস্পর্শে থেকে ভাবতে থাকা নিজেকে সুপেরিয়র।
০৬.১০.১৬