অরুন্ধতী,এসো সঙ্গমে মাতি,
ভূলচুক প্রেমকাব্যের গা ধুয়ে
এসো,তোমার জরায়ুতে বুনি
সফল প্রেম কাব্যের ইতিহাস__!

অরুন্ধতী,এসো সঙ্গমে মাতি।
ছলনার কারাগার ভেঙে
এসো,প্রেমের বর্ণিল পসরা গড়ি__!
এসো প্রবল ভক্তি-শ্রদ্ধায়
তোমার যোনী মন্দিরে সন্ধ্যে প্রদীপ জ্বালি!

আজ,এখ্যুনি,এই মুহূর্তে...
তোমার ঠোট,উরু,যোনীরস চুকিয়ে
থরে-বিথরে কবিতা জন্মাবো।

কবিতা জন্মাবো সেখানে,
সমাজ,রাষ্ট্র আর অনেক দূরের পৃথিবীর
মূল্যবোধ রুধির ধারায় থৈ-থৈ যেখানে।
কবিতা জন্মাবো,দূর্ভিক্ষাক্রান্ত
কঙ্কালসার মানুষের মিছিলে!
হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক কোন্দলের জালে।

কবিতা জন্মাবো,ডিসেম্বরের হাড় কাপানো শীতে,সদ্যোজাত কুকুরছানার চোখে।
কবিতা জন্মাবো,ছেড়া কাঁথা-কম্বল মুড়ি দিয়ে স্টেশনের এককোণে গুটিশুটি মেরে পড়ে থাকা ভাগ্য বিড়ম্বিত কিছু মানুষের।

রাতের শেষ ট্রেনটিও কিছুক্ষণ আগে চলে যাওয়ায় ফজরের আগ পর্যন্ত একপ্রকার নীরব থাকবে স্টেশনটা।
তবুও থামবোনা, কবিতা জন্মাবোই আজ!
কবিতা জন্মাবো ; সকালের নুতন অরুনোদয়ে,
কয়েক মুহূর্তে ধোঁয়াটে কুয়াশা-শিশির বিন্দুর মতো জমাট বেঁধে অযত্নে বেড়ে ওঠা টোকাই'য়ের লালচে চুলে।

ভূলচুক প্রেমে অভিমানী হোয়ে অনেক কবিতার প্রাণ আমি গলা টিপে মেরেছি;
আত্ম-মৈথুনে,
বেশ্যা সঙ্গমে।

অনেক হোয়েছে, এবার আর না!
অরুন্ধতী, একটা মুক্ত আকাশ চাই,
যেখানে তোমার আমার সঙ্গমে
জন্ম নেয়া কবিতারা উড়ে বেড়াবে দিকবিদিক।

অরুন্ধতী, বন্ধ করো এবার
তোমার ঔদাসীন্যের প্রহসন -পরিহাস।
এসো সঙ্গমে মাতি, রচি সফল প্রেমের ইতিহাস। ১৬/০১/১৭