এখন দাঁড়িয়ে আছি,
রাষ্ট্রের উন্মুক্ত যোনী দুয়ারে।
একশত চুয়াল্লিশ ধারা জারিকৃত
রাজতন্ত্রী'র রজঃস্রাবে।
এখানে দাঁড়িয়েই মৃত্যু দ্যাখছি;
"গ্ণতন্ত্র মুক্তি পাক,স্বৈরাচার নিপাত যাক"
স্লোগানে বৈপ্লবিক এক মিছিলের।
মৃত্যু দ্যাখছি;
বিবাহিতা নারীর ললাটের
কুঙ্কুম-লাল সিঁদুরের মৃত্যু,
একটা লাল বেনারসি'র মৃত্যু,
রাত কোরে ঘরে ফেরা স্বামীর
অপেক্ষায় বসে থাকা সমোয়টার মৃত্যু।