আমার এ চোখ দুটো হয়তো আমার না,
আমি হয়তো চোখেদের না।
আমার হলে,অনিচ্ছাবশত এদিকওদিক
ছুটোছুটি কত্তোনা!
ছায়া হয়ে চোখের সামনে;
দীঘল কালো চুল,
নিমীলিত চোখ,
অলস বিকেলে'র পায়চারি
চোখের সামনে মরিচিকা
ফুল হোয়ে নতুন করে ভাসতোনা।
কল্পনাতে তার ছবি আঁকতো না।
আমার এ মন হয়তো আমার না,
আমি হয়তো মনেদের না।
আমার হলে;
কয়েকশো হাজার বার মৃত্যুর পরেও
কবরের মাটি ফারাক করে উকি মেরে
চৈতি'কে আর ভাবতো না!