বার্ধক্যের যৌবন

হৃত্তিকা,
জ্ঞান ফিরে যদি দেখো যে,
তোমার যৌবন খরিদ করতে আসা দু-পয়সের লাঙেরা তোমার গোলাপী ইউরেত্রারের মধু খেয়ে,আঠালো রসে ভেঁজা নিষেধের প্রাচীর ভেঙ্গে চুরমার কোরে পালায়ে গ্যাছে,শঙ্কা কোরো না!
চলে এসো,আমি অপেক্ষায় থাকবো।

নতুন কোরে ইউরেথ্রার চাষ কোরবো;
ভাঙা প্রাচীরে নতুন গাঁথুনি গাঁথবো,
বার্ধক্য ডিঙিয়ে যৌবনের সোনার হরিণ ধরার প্রয়াস মানবো।

শঙ্কা কোরো না,
চলে এসো;
অপেক্ষায় থাকবো।

বোরহানুদ্দীন।
০৭/০১/'১৭