চারিপাশে অমোঘ অন্ধকার!শান্ত নীড়।
অনেক দূর থেকে ভেসে আসছে চৌধুরী বাড়ীর
কুকুর কুকুরীদের ঘেউউউ...ঘেউউউ...
শব্দের আর্ত নিনাদ।
শহুরে ইট পাথুরে যান্ত্রিকতা মাড়িয়ে,
জানলার পাশে ঝিঁঝিঁ পোকাদের ঝিঁঝিঁ শব্দে,
রাতের লিরিকে নৈশ সংগীত কবিমনকে ভাবিয়ে তোলে।

ভাবতে... ভাবতে...
স্বপ্ন গুলো ঘুমিয়ে পড়ে,
ঘুমিয়ে পড়া স্বপ্নেরাও স্বপ্ন দেখে;
কাক ডাকা আরেকটি ভোরের,
একটা পবিত্র সুবহে সাদিক সময়ের,
স্বপ্ন দেখে মুয়াজ্জিনের সু-লোলিত কন্ঠে
"আল্লাহ মহান" শব্দের,
একটা রৌদ্রোজ্জ্বল সোনালী সূর্য্যোদয়ের।

স্বপ্ন দেখে;
হৃতসর্বস্ব সুরুজ আলী হাসছে,
হাসছে হাসি সুখের।
ফিরে পেলো পৈত্রিক সম্পদ, জমি জিরেত,
হালের বলদ চাষের!

শ্রাবণোদিনে বাউণ্ডুলেপনা গ্রাম্য কিশোরের।
অমায়িক সেই পুরনো হাসি লেগে থাকা
সোনামূখ পরশের।
____২০/১২/১৭