চুপ-চাপ চাপা স্বভাব
যার সদয়াচরণ,
সত্যকে সত্য আর
মিথ্যাকে মিথ্যা বলে যে
করে অন্তরে লালন,
অন্যায়ের পিছে প্রতিবাদী
হোলে পরে বাঁধে কুজনে আগ্রাসন!
বলি চুপ থাক বাবু!
নিজের খেয়ে পাতিসনে কান,
ওসব ওদের মনগড়া কীর্ত্তন,
মহাভারত রামায়ণ।
ন্যায় অন্যায়, সত্য-মিথ্যে
বুঝবি কিরে তুই!
হর্ত্তা-কর্তা
সবই যে ওড়া,
বিভূতিভূষণ।
১৬/০১/১৭