এই ব্যস্ত শহরের কিছু একাকী পথচারী
রাতের আঁধারে নিভৃতে হেটে বেড়ায়;
মানবতার খোঁজে বিবেকের তাড়নায়!
তাদের মাঝেই আমি নিজেকে পেতে চাই।
আশপাশে সকলই কেবল ধোঁয়ার কুন্ডলী;
এই আছি এই নেই,
যাচ্ছে কেটে বেশ ছদ্মবেশী দিনগুলি____!
বিষাকত নিকোটিনের মাথায় কিছু নিরেট চিন্তার সমাবেশ;
নিমিষেই হোয়ে যায়
একটা জ্বলজ্যান্ত সিগারেটের নিঃশেষ!
প্রতি নিঃশ্বাসেই বিষপান;
এই আছি এই নেই,
এই শহরেই মাথাগুঁজে আছে
মানুষরূপী কিছু শয়তান!
সিগারেটের ক্ষয়ে যাওয়া দ্যাখে
মনের পশুটা অনুভব করে
এক অমানুষিক সুখ,
আছো কেউ? সঙ্গী হবে?
মোচন করিবে অসহায় হতদারিদ্রের দুঃখ?
০৬/১০/১৬