বৈকালিক রঙ মেখে
বুলবুলিদের ন্যায় থাই গ্লাসে
আমাদের দ্যাখা হোয়ে উঠেনা
সৌখিন জীবনের প্রতিচ্ছবি।

আমরা কাক,
আমরা নাগরিক পাখি।
এই শহরে আমরা তুচ্ছতাচ্ছিল্যে'ই বাঁচি।

বোরহান উদ্দীন।