হাড় পাঁজর ভাংতে ভাংতে চোখের ইশারায়
দিব্যি সরে যাচ্ছে নদী
সবুজ সম্পাদনায় হাতের শীতল তালুতে
ফুটে উঠছে নুন-পান্তার গল্প
পেরিয়ে এসেছি নিভৃত যতিচিহ্ন—
যদি পার এইবার বেঁধে ফেল
থাকার কথা জারুল বন, অথচ ফুটপাত পেরুলেই দেখি
রক্তমাখা জরায়ু—ক্ষতবিক্ষত !
ভেসে যাচ্ছে প্রজ্ঞা ও প্রার্থনা।
পরিত্রাণ নেই—আহ্নিক গতির নিয়ম মেনেই
এসেছে রাত্রি—অন্ধকার!
তবু শূন্যে লাফিয়ে ওঠা চোখ খুঁজে ফেরে আলোর গর্ভ!
ভালোবাসা নামক ক্ষুধায় আজন্ম কাতর
এই জীবন নিয়ে কোন পথে যাব?
অরণ্য ঘিরে পাতার মর্মর, পাখিদের নৃত্যগীত এখানে নিষিদ্ধ
জলের সিঁড়ি ভেঙে উঠে আসে অনাহূত মৃত্যুশোক—
তবু তুমি আপন মনে সুর বাঁধছ,গান গাইছ
বলছ—ভালো থেকো বসন্ত !