এরকম খর বাতাসে উধাও হয় বিশ্বাসের সাদা ঘোড়া
একটি ঝুলন্ত আপেল তাড়া করে আমাদের দিনরাত্রি—
বস্তুত জীবন একটি উজ্জ্বল সুরঙ্গ,সোজা পৌঁছে দেয় রাজধানীতে
রাজধানী একটা গোল তরমুজ যার ওপরটা সবুজ, ভেতরটা দাউ দাউ লাল
আর ওই লালে নৃত্য করে ধূর্ত শেয়ালেরা
রাজধানী থেকে অন্তঃপুর কতোদূর—? পিচ্ছিল গলিপথ,
সেখান দিয়ে রাতে চাঁদ নামে বুড়িগঙ্গার জলে
ক্লান্ত,অবসন্ন বুড়িগঙ্গার শুকনো হাড়ে অনবরত বাজে
আমাদের অস্তিত্ব, বিপন্ন গান
লন্ঠন নিভিয়ে পুরাতন জিঞ্জিরা ঘুমিয়ে গেলে
করোটিতে জেগে থাকে জৌলুসাক্রান্ত হলুদ হাইওয়ে
জলের বিবিধ সংলাপে মিশে যায় আমাদের তীব্র বেঁচে থাকা—আশ্চর্য বুদ্বুদ!