“...maat khel jal jaayegi
Kehti hai aag mere mann ki
Mat khel… mat khel..
maat khel jal jaayegi…”
—Shailendra Singh
মুহূর্ত কাঁপিয়ে নেমে এসো এই অনন্ত ঢেউয়ে—
সমস্ত ব্যাকুল প্রার্থনা ছুঁড়ে ফেলে
তোমার কাছে যাই
এতোদিন সত্য বলে মানি নি তাই এই বিড়ম্বনা
শুধু পাপের কাছেই করেছি মাথা নত!
তুমিও চেয়েছিলে ডুবে যেতে
স্পর্শের গভীরে জলে—জ্যোৎস্নায়—আগুনে!
আরও কতোভাবে দগ্ধ করবে—প্রেম ?
ঠোঁট কামড়ে ধরেছে বিষধর সুখ;
প্রিয় নামগুলো ডাকে—ফিরবো কিভাবে ?
প্রতি পদক্ষেপেই ধ্বসে যাওয়া পথ
চলৎশক্তিহীন করে
অন্ধ,বধির ব্যক্তিগত ছায়ার গভীরে
পুড়ে যায় অদৃষ্টের সাজানো সংসার!
ক্রমশ হাওয়া ঘোরে, জটিল হাওয়া—
চেতনা নাশক নাগরিক হাহাকার ভাসিয়ে নেয়
ক্ষুধা নিদ্রার অতল অন্ধকারে—
জটিল জ্যামিতি ভুলে রাত্রির জঠরে
এখনও একা জেগে থাকো চাঁদ?
রূপের কারিশমা দেখাও? অভিমানে আয়না ভাঙো?
দেখ,ত্রিলোক মন্থন শেষে এখনও কেমন জাগ্রত
আমার হৃতসর্বস্ব ব্যর্থ দুই চোখ
তীব্র হচ্ছে তোমাকে দেখার অসুখ, তা হোক—