প্রতিটি অক্ষরের নাভি থেকে খসে পড়ছে অশ্রু ও চুম্বন
আর ছুটে যাচ্ছে শহরের সবচেয়ে দূষিত নদীটির দিকে
বুকের উপর উঠে আসছে কালোজল, গুরুচাপে খুলে যাচ্ছে হাড় পাঁজর
গতরাতে দেবদূতরা জানিয়ে গেল আমাকে
ধর্ম রক্ষার্থে পৃথিবীর সব গোলাপ বাগান পুড়িয়ে ফেলা হবে
এক কুমারীর জংঘায় মুখ রেখে আমি তখন ঘুমিয়ে পরেছিলাম
তারপর চেতনাশূন্য সাত দিন আমার কোন স্নান হয় নি
ভুলে গিয়েছিলাম কী করে আহার করতে হয়
কথা বলতে গিয়ে দেখি—
জিভের ডগায় লাফাচ্ছে আরও একটা ক্ষমতাধর জিভ
আর কন্ঠনালীতে একটা আশ্চর্য ব্যাঙ
ভেতর থেকে বৃষ্টি পতনের ধ্বনি ছাড়া আর কোন শব্দই
বেরিয়ে আসছে না
সবকিছু ধুয়ে দেওয়ার একটা প্রয়াস নেওয়া যেতে পারে
এই অবস্থায় নিজেকে উন্মাদ ছাড়া আর কিছুই ভাবতে পারছি না
শরীর ভর্তি আরশোলার ডিম নিয়ে যখন ছুটে যাচ্ছি
স্যাঁতস্যাঁতে অন্ধকারের দিকে
ধর্মঘট উপেক্ষা করে একটা নীল জোনাকি আমাকে তাড়া করছে
আমার রক্ত দিয়ে নাকি আগুন জ্বালাবে
উপর মহলের এমনি নির্দেশ আছে
প্রতিটি অক্ষরের নাভি থেকে খসে পড়ছে অশ্রু ও চুম্বন
পৃথিবীর শ্রেষ্ঠ উন্মাদদের সামনে এখন আমি কাটা আপেলের মতো
পরিবেশিত হচ্ছি
আমার খুব ইচ্ছে করছে তাদের গালে কষে চর মারি কিন্তু এখন
আমাকে তাদের হাতে চুমু খেতে হচ্ছে আর তীব্র ঘৃণায়
গা গুলিয়ে আসছে...গা গুলিয়ে আসছে !!