একটা হেভিওয়েট শব্দ ধাক্কা দিল মাথার ভেতর
ভিজে উঠল আদরের বিছানা, চেতনার ধানক্ষেত—
অলীক বিহঙ্গ—এবার যদি না হয়, আর কক্ষনও না
গ্লাসে গ্লাসে তৃষ্ণা পান করে বসে আছি
স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ দখল করে নিয়েছে সব
দুঃখ, শোক, সান্ত্বনা
আনন্দের নিমিত্ত একটা ফাঁকা আকাশ—
ইচ্ছামতো চাঁদ তারা বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখা আর কিছু নয়
কিন্তু যারা নিমফুল কুড়াতে গেল, এসে যদি দেখে—
এই ধ্বস্ত হাতে সমস্ত কিছুই কদাকার!
কেবল জিভের ডগায় কয়েকটা জোঁক কিলবিল করছে
নামতে গেলেই সরে যাচ্ছে সিঁড়ি, গলা পর্যন্ত উঠে আসছে জল—
নাহ! ডুববনা এতো সহজে !
কেউ না কেউ তো আসবেই হাত ধরে টেনে তুলতে !!