তোমার নিকটবর্তী শব্দরা একে একে খুলে ফেলছে মায়াজাল
দেখি, সম্পর্কের এ এক নতুন খেলা—
নদী গর্ভে যেমন মাছেদের সমুদ্রসংসার
হৃদয়ের উচ্ছিষ্ট ছাই ভস্ম নিয়ে তুমিও পেতেছিলে জ্যামিতিক ফাঁদ
আমাকেই দাহ করে বার বার
স্মৃতি ভাঙে জল, আয়না, মায়াবী মধ্যাহ্ন
ফিরে আসে হেলে পড়া বিকেল, বিস্মৃত সুর আর তুমি
সন্ধ্যা নিংড়ানো বিহ্বল আলো কতরকম ভাবেই
জ্বালিয়ে রাখছ শোক ও সন্তাপ
রাত্রির শরীর ছুঁয়ে দাঁড়িয়ে আছো মাংসল দুঃখ—একা নিঃসঙ্গ
আমাকে দেখাও চাঁদের গোপন ক্ষত, লুণ্ঠিত যোনি ও জিভ
যদিও লোহিত কণিকায় তুমিই তরঙ্গ—আপন খেয়ালে খেল
ভাঙো, বশীভূত কর রূপান্তরিত হই...