দিনান্তের ক্লান্ত রেখাগুলো ক্রমশ বেঁকে যাচ্ছে
তোমার ছেঁড়া হৃদপিণ্ডের দিকে!
নত হতে হতে দেখছি তোমার বিকল্প অন্ধকার
ঘন হচ্ছে চারপাশ; কাঁপছে রক্তস্নাত সবুজ জঙ্ঘা!
প্রতি শৃঙ্গারে জেগে উঠছে পৃথিবী—
ধ্বনি তোল,ধ্বনি তোল আলো চাই, বীজের উত্থান—!
বাঁচো, বাঁচাও ! ব্যর্থ করে দিও না—
চুরচুর মধ্যমণি—খেলে আগুন, খেলে জল!
শুধু ফুটে ওঠো!
আরও উত্তাপ চাই হাতে,বুকে,ঠোঁটে ?
চুপ করে শুয়ে থাকো বিষাদ, এইখানে অন্ধকারে
কাঁটা ও কমলে জ্বল, জ্বালাও—
আপাতত গোলাপের শুদ্ধতায় আস্থা রাখতে পাচ্ছি না!
প্রতিটি উচ্চারণ থেকে ছিটকে আসছে শুয়োর আর্তনাদ!
প্রতিটি অক্ষর শুষে নিচ্ছে আমাকে আদ্যপান্ত!
প্রতি বিন্দু রক্ত খুঁজছে গভীর ক্ষত !
মুক্ত করো—!
মুখর পতন শেষে প্রার্থিত গন্তব্যে ফিরে আসি মাংসের খাঁচা !