ঝুলে আছি রক্তাপ্লুত নাভি কীটদষ্ট
অস্ত্রোপচারের ভাষা ভুলে
চিহ্নগুলো ধরে রাখি মৃত্যু ও মৈথুনে
তোমার দীর্ঘ হাই’য়ের ভেতর
আর কোন ঘুম নেই
ধূসর ক্লান্তিবোধ, মৃত আঙুল—
যৌথ যাপন ভেঙে
দ্রাঘিমায় নাচে লোল জিভ
ঘর্মাক্ত রাস্তা, ডোরাকাটা দুঃখসমেত
অগ্নিময় মাংস মেদ
লোপাট হয়ে যাওয়া বেওয়ারিশ কুকুর—
নিজের ভেতর দেখে ফেলি সব
আর কতোদিন এই ছেঁড়া-সেলাই খেলা ?
ফুরিয়ে যাবার আগে
তুমিও কি গোল হয়ে নেচেছিলে ঈশ্বর?