মাথার ভেতর কেঁপে কেঁপে ওঠে পুরনো ঘরবাড়ি
ফিরে যাই নিয়তই অবদমনের সূত্র মেনে
তোমার নাম ধরে ডাক দিলে গড়িয়ে আসে স্মৃতির মার্বেল
হাত রাখি ছুরির বাঁটে, বদলে যায় চোখের ভাষা
রক্তের দাগ মুছতে মুছতে কাছে চলে আসে
মৃত ঈশ্বরের ছায়া
তোমার জন্য কুড়িয়ে নিই দু একটা ভাঙা গান
আগুন খেকো মানুষের ঠোঁটে
নীল চোখা পাখির বিজ্ঞাপন দেখে চমকে উঠি !