তাকিয়ে থাকতে থাকতে অন্ধ হয়ে গেছে চোখ।
এক বুক হনন ইচ্ছা নিয়ে জেগে উঠছে আরও একটি দিন ।
সেলাই করা শরীর, ভালোবাসার নামে আত্মধর্ষণ শেষে
বেরিয়ে পড়ি গৃহপালিত ঈশ্বরের খোঁজে ;
মানুষ মাত্রই একটা ব্যক্তিগত মেনিফেস্টো।
নীলাভ পৃথিবীতে গাঢ় ছায়ার অন্ধকার—
অসুখের ভেতর সুখ খুঁজতে খুঁজতে ঘরবাড়ি ভেঙে কবরখানা,
বাগান পুড়িয়ে শ্মশান!
যে সব পরিত্যক্ত বিশ্বাস আমাকে টেনে তুলতে চাইছে
আমি তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি।