ফিরে আসি ব্যক্তিগত গানের অন্ধকারে। নাকের ডগায় ধ্যানমগ্ন মাছি
ফুসফুস তটস্থ রাখে বিষাক্ত বায়ু। পিত্তথলি বিষ ছাড়ে, নীল হই—
তিক্ত রক্তমাংসে সাঁতার কাটে জ্যান্তমাছ। জীবন একটা গভীরতর নদী
ডুবতে থাকি গাঢ় ঘুমের ভেতর। ফিরে আসে রহস্য গোলাপ—
উন্মোচন করি আর মন্ত্রের মত উচ্চারিত হয়—প্রেম প্রেম প্রেম!
তবু কেন তার বিষণ্ণ দৃষ্টির ভেতর সেঁধিয়ে যাই?
ছোট হয়ে যাই ক্রমশ? সমস্তকিছু নিয়ে একদিন সেই তো
ছুঁড়ে দিয়েছিল সংক্রামক শব্দসমুহ, বিবাহযোগ্য—
সেই থেকে আমার যাপন শুরু প্রেমে অপ্রেমে, বিশ্বাস অবিশ্বাসে,
ঘৃণা ও ভালোবাসায়, পাওয়া ও প্রত্যাখ্যানে—
তার দিকেই হেঁটে যাই আর মন্ত্রের মত উচ্চারণ করি—প্রেম প্রেম প্রেম...!!