মুখোমুখি দাঁড়ালে তোমাকে আর চিনতে পারি না
আকাশটাকে আয়না ভেবে
তোমার মুখ দেখার, বোঝার চেষ্টা করি—
দুঃখ তোমাকে কতোখানি দিয়েছে ছুটি
কিংবা চোখের নিচে কালি ?
জমাট বাঁধা বিষণ্ণ সেই রাত্রিগুলি?
ভালোবাসা—নিঃশব্দে ভাঙতে থাকো অন্ধকারে
আলোতে মনের হাজার চোরাগলি
পেয়েছি বললেই বুঝতে পারি পাই নি কতোখানি
ভালোবাসা—আজীবন অসমাপ্ত, অতৃপ্ত
স্বাদে গন্ধে মাতিয়ে রাখো
প্রগাঢ় বিশ্বাসে রক্তমাংসের খেলা শেষে
ক্রমশ এগিয়ে যাওয়া সত্তার আরও গভীরে
দীর্ঘ শূন্যতাকে ছাপিয়ে হঠাৎ ফিরে পাওয়া
তোমার প্রিয় আঙুলগুলো বুঝিয়ে দেয়
জীবন সুন্দর ছন্দময়
তোমাকে পেলে আরও কিছুদিন বেঁচে থাকা যায়
জীবনকে মুঠোয় পুরে আগুনে-জলে-জ্যোৎস্নায়
খেলা যায় আরও কিছুটা সময়!!