ক।
একা এক রাত্রি ছিলাম। কান্নার সম্ভোগে। কালো আর গহীন। আলুলায়িত নিঃশ্বাসের আগাগোড়ায় এক রমণীর রমণীয় রজঃস্বলা দ্রোহে। পরম্পরা নিকেশ করেনি ঠিক। নুন নয়নের সখা হয়; রমণী-ভেতোমদ, দৃশ্যকাব্যিক। পাঁজরের ব্যাথা নিয়ে নদীপ্রপাত কুল কুল কাঁচুলিবিহীন।

খ।
নদী ও নারী প্রতিবিম্বের মুখ। শব্দমন্ত্রে আঁকা ভক্তিমার্গের দেবীপক্ষ। এইসব সহগীতি-প্রণয়লীলার সাজানো সঙ্গম দুঃখপাতনে উজানে যায়।

গ।
এখন শুধু মুগ্ধতার জীবাশ্ম হওয়া;
মনে পড়ে-একদা কৈবর্ত ছিলাম।