ক।
পরগাছা সহনীয় আলোয় নাচোন চিরল পাতার.........;

বিলাসী ঘরের চৌকাঠে মাখা জলরঙা বৈধব্যে
হাত পাখায় নাচে স্থির শরীরের ঘ্রান, বয়েসী বাসনারা।

আদিবাসী দলবাধা স্বেদহীন নৃত্যের মতো
নতজানু আকাঙক্ষারা স্বপ্নের লোকাচারে আনে
ইচ্ছের উৎসভূমিতে আমার বিহ্বল মৃত্যু।

অসীম আকাঙক্ষার পলি-ভূমিতে বোনে
অনুচ্চারিত ভ্রূণের উৎসরণ বোধ।।

খ।
বৃষ্টির দেয়াল কেটে কেটে এগিয়ে যেতে যেতে দেখেছি
শৈশব সীমানার গাঢ় বাদামী খড়ের চাল,বিস্তৃতির রচনা;
অভিব্যক্তিতে চূর্ণ প্রাচুর্য্য প্রদেয় কাদামাটি গল্প।

আমার বরাবরই হয় বিহ্বল মৃত্যু,.........।
স্নেহ আর্দ্রতার ঝাপসা পৃথিবীতে নিকেশের খাতায়
জমাট স্মৃতি আনে তবু বৃষ্টির অপেক্ষা
শুভ্র নিনাদ ... থই থই আবেগ...।।