লেপেছি পললের নরোম। গা থেকে মর্মর গিরিখাত; তাতে
স্নায়ুর আওয়াজ- ভেষজ বন্দনার আঁকা ছবি- উজানপনা দিন।
আকাশগঙ্গা ছিলনা। না রাত্রি যাপনের ভূগোল।
চল জীবনের ভূমি থেকে জলশালুক। জোড়া শালিক।
ব্যাথা উপচানো স্পন্দনের ব্যাকুল স্নানে
উড়ালদিনের এমন চূড়া বিহারের সুর...।