দেখেছ, আগুনে মেলানো হাত।
থরো থরো বুকের তলকুঠুরীতে আঁধার মুদ্রা, প্রহেলিকার কোরক।

আমার টিনসেডে ছাতিমের ছায়া জমে।
ধূলিস্নান রোদে আড়মোড়া ভাঙ্গে কন্ঠের কিন্নর।

দেখি, তোমার শাড়ির ভাঁজে রাত্রিকালীন তারকার খই।
চুঁইয়ে নামে বাতাসের সুগন্ধী।

আমি দেখি

দেখি -
তুমুল তপবনে ধূপ জ্বালো কিন্নরী।