০০
কতটা ভোর লেপ্টানো শীতার্ত আলোর শিশিরে, আমরা জেগে থাকি প্রকৃতির
সবুজখামে বসন্ত আচ্ছন্নতায়। জলফেরত বাতাসেরা দেহে হুলস্থুল। সমাপ্তির
বাঁকে অসতর্ক পথিকপদযুগলের গৃহত্যাগ। উচ্চকিত আড়মোড়া ভেঙ্গে মফস্বল
পার হয়ে গেলে উচ্চতর ধুলোর ডাক শোনা যায়।
০০
ইচ্ছেরা নাতিদীর্ঘ নয় । গেরুয়া বৌষ্ণবেও নিজস্ব দৃশ্যাবলির নিবিড় ।
ধুঁ ধুঁ টা বুকে থাকে-প্রান্তরের খাঁ খাঁ ব্যতিচার। প্রান্তরে হলুদ ওড়ে।
হলুদে প্রাক্তন যৌবনের ধূলোট স্কেচ।
স্কেচগুলো বিয়োজনের রেখা চেনে।