এক।
রাতচোরা প্রহর গুনে আলোকছন্দা জোনাকফুল,
তোর বুকচাপা কথার মৌতাত, ছলকলা তুমুল তেজ।
হায়রে তেজ, রাতচোরা জোনাকফুল...

নিদ্রার ওপিঠে দেহসত্ত্ব,কল্পখেলের  দেমাগ।
ক্ষয়িষ্ণু রাতপাঠে বিষন্ন ছায়াতলে কথার মর্মর শুনি।
এই উদোম বাতাস জানে,- কেন জোছনা উড়ালে পুড়িয়েছি
ঘুমকাতুরে ডানা।


দুই।
প্রজাপতি ডানায় লেগে থাকে প্রেমিকা, আমি বলি বালিয়াড়ির মরীচিকা।
সুখসম বেদন,পরিশুদ্ধ আপেক্ষিক ভ্রম সহজিয়া।


তিন।
পুনর্জন্ম ও স্বপ্নাদ্য হয়।  সাগরসঙ্গমের ডোরাকাটা জোয়ারের নীল
রোদে পুড়ে তোমার চিরকুটের ঢেউখোলা রূপান্তর।


চার।
উন্মোচিত হই
মথ থেকে আমি উন্মোচিত হই
প্রজাপতি মথ থেকে আমি উন্মোচিত হই
                                            যে-
প্রজাপতি ডানায় লেগে থাক তুমি ...