০১।ছায়াকুহক
কর্পোরেট বায়ুতে নড়ে ওঠে নাগরিক দালান;
বেহুদা রাত্রি জাগে নির্ঘুম স্তবগানে, পাশে কংক্রিটের বাগান আঁধার জপে।
অজুতাধিক নক্ষত্রের ফুটকি সমেত আসমান ঝিমায় অহর্নিশ।
ফুটপাতে গন্তব্যহীন ঘুমকাঙ্গাল মানবের মুখে
ফুটে রয় ইচ্ছেধারি সভ্যতা।
০২। গণিকার মুখ
আর্দ্র ঠমকে প্রলুব্ধ প্রহরে ঠাঁয়
খামখোলা রাত্রির তোরণ।
গুটি পায়ে ছায়ামাখা কানাঘুপচিতে
উষ্ণতার বিকিকিনি-
জঠরের উত্তাপ দ্রোহ
আলোর বিপরীতে
নির্বোধ দেয়ালে লেপ্টানো লিপস্টিক গ্রাফিতি।