প্রকৃতি আজ যেন ধোয়া ধোয়া
চারদিকে বইছে শুধু শুন্যতার হাওয়া।
প্রকৃতি যেন জানিয়ে দিচ্ছে একাকিত্তের সংবাদ,
জীবন থেকে যেন হারিয়ে গেছে রংয়ের ছোয়া।
সমুদ্র স্রোতের প্রতিটা পরত যেন জানিয়ে দিচ্ছে,
বিশ্বস্ততার কাহিনী!
এতদিন পাশে থাকার সম্পকর্ও যা প্রকাশ করেনি,
নিভেও যেন নিভেনি হৃদয়ের পিপাসা,
মন থেকে এখনও হারিয়ে যায়নি বেঁচে থাকার আশা!
হৃদয়ের এই রোদ্র ছায়ার খেলা জানিয়ে দিচ্ছে বারবার,
জীবনের প্রতিটা মুহূর্তের সুখকে হারাবার।
জীবনের মুহূর্ত গুলো হরিয়ে গেছে বানিয়ে তার কাহানী,
যা পারেনি পরিষ্ফুটিত হতে যার অঙ্কুরই গজায়নি।