তোমাদের ঈদ হয়,
ভাত রুটি গোশত,
আমাদের দাম বাড়ে,
কে কত মস্ত।
কত বেশি গোশত
কত হবে দাম,
যার যত বড় গরু
তার তত নাম।
আমাদের জীবনটা তোমাদের ঈদ
যদি হয় এই দশা
নড়ে যাবে ভিত।
আমরা মানুষ হলে
কি হতো তখন?
বলতে কি কোরবানি
কর আয়োজন?
খেতে চাও মাছ খাও
খাও তরকারি,
আমাদের কেটে কুটে
কেন ভর হাঁড়ি?
কয় কেজি মাংস
কার কত ভাগ,
ভাগে কেউ কম পেলে
হয়ে যায় রাগ।
কালো টাকা দিয়ে হয়
বড় কোরবানি,
বললেই রেগে যাবে
সে কথাও জানি!
এসবে কি আল্লাকে পাওয়া যায় ভাই?
অসৎ কামাই দিয়ে কোনো লাভ নাই।