অর্থের জাছে নতশিরে আাজ,
দুনিয়ার যত অনাহারী,
বিত্তবানরা তারি লোভেই তো,
করচ্ছে এতো কাড়াকারি।
শ্রমিকের রত্তের বিনিময়ে আজ,
মালিক সেজে কড়াকরি,
যাকগে মরে, না খাওয়া মানুষ,
আাফসুস নেই, তাতে কানাকড়ি।
মরনাস্ত্র আর সমরাস্ত্র সব
অর্থের জন্যই গড়া,
অর্থ যদি আসে হাতে,
যাকনা মানুষ মারা।
আইন-কানুন সব জলে ভেসে যাক,
অর্থ তবু চাই,
মানবতা আজ ঠায় পেয়েছে,
শুষ্ক পথের ধোলায়।
রক্তের বাধন, নাড়ির বন্ধন
অর্থের কাছে তুচ্ছ,
ভালোবাসা কেনা যায় এখন,
প্যাকেট, বান্ডিল গুচ্ছ।
অর্থ দিয়ে হাসি পাওয়া যায়,
আনন্দের দাম কম,
সুখ বেচে আজ, হাটে বাজারে,
ফুর্তি নানা রকম।
রোগে-শোকে সেবা পাওয়া যায়,
অর্থের বিনিময়ে,
শিক্ষা -দিক্ষা ফেরি করে আজ,
সময়ে, অসময়ে।
ধর্ম কর্ম ঘাঢ় হয়না,
অর্থের পরশ ছাড়া,
জীবনের সব গতিপথ আজ,
অর্থের কাছে ধরা।
মরন শুধু নাছোড়বান্দা,
গলে না টাকার গন্ধে,
পিছনে তবু, কত ডাকাডাকি,
সে, চলচ্ছে আপন ছন্দে।
অর্থওয়ালার সংখ্যা বাড়চ্ছে,
সারা দুনিয়া জুড়ে,
নির্লোভী যারা, মরছে তারা,
তাদের তোপে পড়ে।
আদর্শ, জ্ঞান মিলিয়ে যাচ্ছে
বাতাসে তাড়াতাড়ি ,
সবখানেই আজ দেখি তাইতো,
অর্থের পূজারী।