দেখিয়া আমারে ,মুচকি হাসিয়া
বাড়াইয়া দিল হাত ,
তেল চিটচিটে ,জামা পরনে
পান খাওয়া খয়েরি দাঁত।
অভিমানী সুরে বলে গেদু মিয়া
এতদিন পরে আইলেন ,
ভাবছিলাম আবার ,আইবো ক্যামনে ,
সময় নাহি নাগুর পাইলেন।
কাছাকাছি তারে বসিয়া কহিলাম ,
ভাল আছেনি সব খবর ?
সংসার তোমার কাটছে কেমন ,
কাটলো কেমন বছর।
হাঁক ছাড়িয়া মলীন মুখে
আকাশ পানে চাইয়া ,
নয়ন খানি তার মোদিয়া আসিল,
জল পড়িতেছে বাইয়া।
কাঁপাসুরে গেদু কোনোরকম বলিল,
আমাগো আবার দিন !
মাইয়াডারে আর বাঁচাইতে পারলাম না,
মাথায় কত ঋণ।
ব্যারামে মাইয়াডা মইরা গেল ,
বুকটা করলো খালি ,
পোলাডা আর স্কুলে যায় না ,
সংসারে জোড়াতালি।
জিনিসের দাম বাইড়া গেছে ,
কামাই তেমন নাই ,
কোনমতে খালি দিন চালায় ,
দু -বেলা ডালভাত খায়।
ঘরের চালাডা নড়বড় করে ,
বাদলে পড়বো পানি ,
মোড়লের কাছে কতবার গেলাম ,
তাকাইলো না একটুখানি।
মোড়লেরা কত দালান বানায় ,
কত তাদের টাকা কড়ি ,
আমরা মরি ক্ষিদার জ্বালায় ,
তারা করে বাহাদুরী।
আমাগো তারা চাবাইয়া খায় ,
না পারি কিছু কইতে ,
খোদার কাছে ফরিয়াত করি ,
পারি জানি সব সইতে।
মাথায় গেদুর হাত রাখিয়া
দিলাম সান্তনা ,
কেন যানি বুকে মোচড় দিল ,
করিল যন্ত্রণা।
চোখের কোনটা ভিজিয়া গেল ,
গেদুর মুখে চাইয়া ,
বলিল গেদু , কি লাভ বলেন ,
নতুন বছর আইয়া ?
আমাগো জীবন এমনি যাইবো ,
নিবো না কেউ খবর ,
এই জীবনে আইলো, গেলো
কত নতুন বছর।
সমাপ্ত