পৃথিবীর আজ রোগ ধরেছে
সবখানে তাই তাড়া ,
কোন দেশেতে কত মরিল
কান রয়েছে খাড়া।
হাতের মুঠোর বিশ্বটা আজ
কাঁপছে থরথর ,
এই পারিগো ,ঐ পারিগো
সবই আজ নড়বড়।
ধুঁকছে মানুষ , মরছে মানুষ
সবখানে হাই ,হাই
চলিতে ফিরিতে, শিউরে উঠি
প্রাণটা বুঝি যায়।
আকাশে ,বাতাসে আতঙ্ক বেড়াই
বাঁচবো কি করে ?
ক্ষমতার দাস ত্যাগ করেছে ,
বন্দি তাই আজ ঘরে।
হাত ঢাকিলাম ,মুখ ঢাকিলাম
ঢাকিলাম সারা গা ,
পারিলাম না শুধু ভয় ঢাকিতে ,
পরাণ করে খা ,খা।
জন্মিলে ভবে মরিতে হবে,
কথাটা মিথ্যা নয় ,
শেষ ভরসায় অটল থাকো,
কেটে যাবে মৃত্যু ভয়।
সমাপ্ত