ভাল থেকে তবু দেখি জ্বলছি অগ্নিতে,
হাত পা খুঁটিতে বাঁধা চেয়ে দুই চোখ।
কারো ক্ষতি নাহি করে আরো কর্ম সাথে
তাতে দাও চির অগ্নি তাতে মোর সুখ।
তুমি রাখ, তুমি মার - সেই পথে হোক।
এই পথে মনে করি ফুল নিয়ে হাতে
জীবন খানি ছড়িয়ে এক পানে হোক।
তবু পথে গিয়ে থামি মন খানি পেতে।
জীবন খানি হয়েছে এক হাত দিয়ে
কত কাজ করে থাকি তাতে থাকে ভয়।
তারি পথে থেকে যদি মোর অগ্নি হয়
তাতে সুখ তাতে খুশি তারি পথ পেয়ে।
তারি পথে থেকে মোরে যদি করে হার
অগ্নি আর ফুল সব এক যে কর্তার।