সুন্দর বউ
বখতিয়ার উদ্দিন।
ভোরে দেখে কালো বউ নাহি মন ভরে
এরা উঠে সব কাজ নিজ থেকে করে।
তবু কলো বউ দেখে নেই কোন সুখ;
বারে বারে সুন্দর বউ খোঁজে চোখ।
সুন্দর বউ দেখে যে সুখ পায় মন;
একটি সুন্দর বউ পায় করি পণ।
ঘরে আছে কালি মাখা ছয় ছয় বউ
কালি মুখে ঘর মাঝে মন ভরে নউ।
সাত ছেলে থেকে বাকি আর এক ছেলে;
সুখ পায় তার তরে সুন্দরী যে পেলে।
ছয় খানে ছয় কালি ভরে নাকো মন;
যেন পায় শুভা বউ মনে শত পণ।