হাওয়ায় ভেসে দেহ অস্থির স্বভাব
সব জয় হয় দেখি দূরে সরে যায়,
মাঝে মাঝে রিক্ত থাকি নাহি রেখে ভাব
উড়ি উড়ি করি করি শেষে শাস্তি পায়।
মন দিয়ে নাহি নিয়ে খুশি তব ঠাঁয়,
দিয়ে দিয়ে রিক্ত থাকি মোদের স্বভাব।
দিনে দিনে যাচ্ছে দেখ যে অবহেলায়
নাহি বুঝে দেহ ভাসে বুঝার অভাব।
মানুষের মন করে এলোমেলো শত
গ্রহণ বর্জন করে ভিতরে বাহিরে।
নিবে, না নিবে - ভাবি না এই মন ঘরে
কেউ তবে বাঁধা দিলে লাগে যে আঘাত।
সব কিছু ভাল তবে হয় যদি নিজে
ভাল তবে সবে খোঁজে শত শত কাজে।।