স্বপ্ন স্মৃতি
বখতিয়ার উদ্দিন
সুন্দর দুইটি ফুল সেখানে অনেক
ভয় আর জয় হয় মনের গোপনে।
কখন জানি ঝরিয়ে আসছে বারেক
ভয় থাকে কত বারে ছোট দুই প্রাণে।
কি জানি কি লিখা আছে সৃষ্টি কর্তা জানে।
ঝড় আসে বারে বারে যন্ত্রণা হরেক
তবুও দুই হৃদয় কেন যেন টানে,
গঠতে সুন্দর তারা পৃথিবী আরেক।
কত দূরে যায় তারা বৈধ বা অবৈধে
শুধু ভয় জাগে মনে কখন কি হয়!
দু মনে এমন করে কত কাল রয়।
তবুও মন ভূবণে স্বপ্ন শুধু বাঁধে
দুই মনে দিনে দিনে স্বপ্ন স্মৃতি বাড়ে,
সব কিছুর শেষে যে শেষ হয় ঝড়ে।