সন্তান ছেড়ে চলে গেল আকাশের বুকে
কখনও আর দেখবেনা শান্ত চোখে।
ছোঁয়ে পাবে নাহি আর আদরের হাত,
সব স্বপ্ন ভেঙ্গে গেল সেই গত রাত।
আগুনের লেলিহান উড়ে আসে শিখা
সীতাকুণ্ডে চারদিকে লাল অগ্নি দেখা।
হাই কত বাবা ছেলে চলে গেল ছেড়ে
সংসারের সুখ তরে সেথা কাজ করে।
দূর থেকে হাত তুলে কান্না করে মায়ে
সন্তান যে পুড়ে গেল কর্ম নদে গিয়ে।
কত শত প্রাণ সেথা হয়ে গেল ছাই
সংসারে সুখ আনতে গগণতে ঠাঁই।
সন্তান পুড়ে গেল যে মায়ে বসে দেখে
হাত বুলিয়ে নয়নে কি করে যে থাকে।
শোকের ছায়া নেমে যে এলো ঘর কোণে
সবখানে কষ্ট লাগে শান্তি নেই মনে।