শূন্যতেই সব যেন আসে কোন দিন
পূর্ণ হয়ে অপূর্ণতে থাকি নিজ ইচ্ছে।
এতো তবে পেয়ে কেউ শোধ দেয় ঋণ?
যার যাহা ইচ্ছে তবে সব যেন চাচ্ছে
আসল ছেড়ে নকল তারা ধরে নিচ্ছে।
সিক্ত থেকে রিক্ত তবে হয়ে যাচ্ছে মন
অস্থির থেকে হৃদয় কেন দূরে যাচ্ছে,
নাহি ভেবে পূর্ণ যুগে হেলা সর্বক্ষণ।
শুরু থেকে এতো কিছু ছিল কার কবে?
এসে গেলে ভুলে যায় সেই দিন খানি
তাতে ছিল কত সুখ আর কবে জানি।
অস্তিরেতে রয়ে গেল সব কষ্ট তবে
স্থির থেকে রিক্ত হলে কোন চিন্তা নাই
পূর্ণ অপূর্ণ সবে তো মনেতে জানাই।