সংসার ভেলায়
   বখতিয়ার উদ্দিন।

কত জনে কাঁদে দেখ  সংসার ভেলায়,
দুঃখ আসে বুকে রাখে নীরবে কাঁদায়।
দিবা নিশি বে হিসাবে কেউ বেশি বুঝে
সংসারে ঠিকে থাকতে কত বেশি খোঁজে।
কে কত এলোমেলোর পড়ে গেছে ফাঁদে
নিয়ম ও অনিয়ম ঘরে ঘরে বাঁধে।
বেশি বুঝে লোভে পড়ে ভাঙ্গন রটায়
কার কেবা এ জগতে কত বেশি যায়।
আপন জন ছাড়িয়ে কষ্ট বেঁধে বুকে
বেশি বুঝে পৃথিবীতে কেবা থাকে সুখে?
ভুলে করে ফাঁদে পড়ে শেষে দুঃখ আসে
সংসার মায়া ভরা কষ্ট দিয়ে হাসে।
কেঁদে গেলে ধরা খায় দূর্বলতা খোঁজে
সংসারেতে কার কত দুঃখ কেবা বু্ঝে?
হাসি খুশি বুকে কষ্ট সংসার ভেলায়
কষ্ট এসে জমা হয় শুধু কেঁদে যায়।