হাজার সুখের পরে বুকে ধন নিয়ে
তবে যায় দেখ মন কোন সঙ্গ খোঁজে।
যদি খোঁজে কোন কালে তবে যায় পেয়ে,
আপন করে বাঁধিব স্বর্গ সুখ বুঝে।
তাহা ভেবে ক্ষণে ক্ষণে দিলে হাসি বাজে
হয়তো কোন হৃদয় বসে আছে চেয়ে,
মনখানি নাহি বসে আর কোন কাজে।
সঙ্গী বুঝি আসে মনে কোন সুখ দিয়ে।
জোড়া হয়ে আসে মন সঙ্গ শুধু চায়।
তবু কেন জোড়াখানি থাকে দূরে দূরে?
দূর খানি কমে এলে সুখ হতে পারে।
শত স্বপ্ন বুকে নিয়ে শুধু খোঁজে যায়।
ধীরে ধীরে যদি আসে বুকে লাগে সুখ
চেয়ে আছে দূর পানে শুদ্ধ দুটি চোখ।