তুমি বোকা তাই আমি স্বার্থপর বটে
দিতে গেলে ভুল বুঝ তাই থাকি দূরে।
গোপনে গেলে তখন অপবাদ রটে
স্বচ্ছ ভিতর বাহির বুঝি কেবা করে
ফাঁকি দিয়ে সব রাখি প্যাকেটেতে ভরে।
নাহি নিয়ে শেষে শুধু কান্না কাটি ঘটে
সন্দেহ করে মানুষ যাচ্ছে শুধু মরে
বেশি বুঝে শেষে তবে ভুল পথে ছুটে।
ক্ষুদ্র পেতে মানুষেরা বৃহৎ হারায়,
একটু ছেড়ে দেবার মন তবে নাই।
প্রতিটি ঘাটে সন্দেহ কষ্ট শুধু পাই।
বোকার মতো থাকিয়ে ঘটনা বাড়ায়,
শুধু দিবে তাহা নয় কিছু নিতে হয়।
দেওয়া নেওয়া মাঝে সুখ তবে রয়।