শীতের দিনে
বখতিয়ার উদ্দিন
শীত শীত গায়ে লাগে শিশির হাওয়া
ভোর বেলায় হিমেল পরশের ছোঁয়া।
জলে কুয়াশা ঢেকেছে নদীর দু' কূলে,
সব দিকে শীত লাগে বায়ু এসে বলে।
ঘরে গেলে ভাপা পিঠা উনুনে যে আছে।
চাদর জড়িয়ে গাছি খেজুরের গাছে।
চারদিকে শুকিয়ে যে পাতা ঝরে বনে
কত স্মৃতি ভেসে উঠে এ শীতের দিনে।