আমরা যতটা আজ জেগেছি নিজেতে
জাগাতে পারিনি হাই ততটা পৃথিবী।
অর্ধকের চেয়ে বেশি অজ্ঞ জন আজ
তাদের নিয়ে দৌড়ানো বড় দায়ী তবে।
আমরা এগালে তারা পিছু টেনে ধরে
কুসংস্কার অবুঝ ধর্মীয় গোড়ামী।
লালন করে মনেতে খারাপ লালসা
আলো নামে কালো করে কোন হুশ নাই।
সবার শক্তিতে এক সুন্দর প্রয়োগ
সব জনকে লাগাতে পারি উন্নায়নে।
এই সব শক্তি শুধু থেমে যায় শত
নিজ অহংকারেতে অন্ধ গোড়ামীতে।
সবাইকে নিয়ে যদি এগিয়ে যায় তো
শান্তির পৃথিবী তবে গড়িব বাস্তবে।